প্রতিষ্ঠানের ইতিহাস

সাতক্ষীরা জেলাস্থ শ্যামনগর উপজেলাধীন ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি, বিখ্যাত ম্যানগ্রােভ ফরেষ্ট সুন্দরবনের কোল ঘেষে বয়ে যাওয়া খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত। ১৯৮৬ সালে আটুলিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জনাব জি,এম,আব্দুল কাদের ও অত্র এলাকার বিশিষ্ট সর্বজন শ্রদ্ধেয় জ্ঞানতাপস মরহুম এস.এম শামসুল হক সহ স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়াত চেয়ারম্যান জনাব জি,এম,আব্দুল কাদের মহোদয়ের মায়ের নামে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি নামকরন এবং প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৮৬ সালে প্রতিষ্ঠার পরে ০১/০৬/১৯৮৬ সাল থেকে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। তৎকালীন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ,কে ফজলুল হক মহোদয়ের ঐকান্তকি প্রচেষ্টায় ০১/০৬/১৯৮৯ তারিখে জুনিয়র (৮ম শ্রেণী) পর্যন্ত এম.পি.ও ভুক্ত হয় । ০৩/০২/১৯৮৮ সাল থেকে ৯ম ও দশম শ্রেণীতে মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমতি প্রাপ্ত হয়। পরবর্তীতে ০১/০১/১৯৯৪ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভূক্ত হয় । প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে চলেছে এবং উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গুলোর সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করছে ।