দক্ষ জনশক্তি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার দ্বারা কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ঘটে। যার মাধ্যমে তাদের মনুষত্ববোধ জাগ্রত হয়। পরিচর্যার একটা চারা গাছ যেমন পূনাঙ্গ বৃক্ষে রুপ নেয় তেমনি শিক্ষার্থীরা পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিপূর্ন মানুষ হয়ে উঠে। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ, আত্ম বিকাশ জাগ্রত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার দ্বারা মানুষের আচরনের কাঙ্খিত পরিবর্তন সম্ভব। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট স্থাপন এক নবযুগের সূচনা।
আসুন, আমরা সবাই জিজ্ঞাসুমনে জ্ঞান সাগরে অবগাহন করি। ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সকলে শরিক হই।
সভাপতি
জনাব মোছাঃ রনি খাতুন
(উপজেলা নির্বাহী অফিসার)
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।
ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।