
সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ আপনাদের প্রতি রইলো আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ঐতিহ্যবাহী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৮৬ সাল থেকে ১০ নং আটুলিয়া ইউনিয়নের আধুনিক ও যুগোপযোগী অন্যতম নারী শিক্ষা কেন্দ্র হিসাবে জ্ঞানের আলো বিস্তারে অগ্রগন্য। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে অনন্য গৌরবময় ইতিহাস। এবং শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে মেধা বিকাশে উৎসাহ প্রদান করা হয়। সুদক্ষ ম্যানেজিং কমিটির নেতৃত্বে অভিজ্ঞ, মেধাবী ও খ্যাতিমান শিক্ষক মন্ডলীর মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রধান শিক্ষক,
জনাব শচীন্দ্র নাথ মিস্ত্রী
ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।